আন্তর্জাতিক ডেস্কঃনেপালে ভয়াবহ আকারে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল একদিনে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৭০ জনের বেশি মানুষ। গত মাসেও দেশটিতে দিনে সংক্রমণের সংখ্যা ছিল গড়ে ১০০ জন।
এখন সংক্রমণ হার দাড়িয়েছে ৪৭ শতাংশে। এতে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে নেপাল। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সীমান্তের কাছে দেশটির নেপালগুঞ্জ শহরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
নেপালে ৩ কোটি মানুষের জন্য আইসিইউ আছে ১৬০০। আর ভেন্টিলেটর রয়েছে ৬০০ কম।
দেশটিতে প্রতি ১০ হাজার মানুষের জন্য চিকিৎসকের সংখ্যা ০ দশমিক ৭ জন। নেপালের এই অব্স্থা নিয়ন্ত্রণ করতে না পারলে ভারতের মতো পরিস্থিতি হতে পারে আশঙ্কা করেছেন দেশটির রেড ক্রসের চেয়ারম্যান নেত্র প্রসাদ তিমসিনা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।