নৌকা মার্কা বিজয় করতে শার্শার উলাশীতে মহিলালীগের প্রচার মিছিল
- আপডেট সময় : ০৬:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১০৫৫ বার পড়া হয়েছে
নৌকা মার্কা বিজয় করতে শার্শার উলাশীতে মহিলালীগের প্রচার মিছিল
বেনাপোল প্রতিনিধিঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ শার্শা আসনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী শেখ আফিল উদ্দিনকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষে মহিলালীগের নেতৃত্বে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শার্শার উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইনাল হকের সহর্ধমীনি আশুরা খাতুনের নেতৃত্বে নৌকা মার্কা বিজয় করতে উলাশী বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উলাশী প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় পথসভায় বক্তব্য রাখেন, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইনাল হক, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম মিলন, মহিলা নেত্রী মমতাজ বেগম, আনোয়ারা খাতুন, রহিমা খাতুন, রেহেনা খাতুন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ অন্যান্য মহিলা লীগের নেতৃবৃন্দ।













