জেলা প্রতিনিধি:
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফোরকান উদ্দিন শাকিলকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাকিল আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ১১ অক্টোবর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা গোপীনাথপুর এলাকায় শাকিল তার স্ত্রী মর্জিনা বিথিকে (২৫) কুপিয়ে হত্যা করে। শাকিল পিরোজপুর সদরের তেজদাশকাটি গ্রামের তোফায়েল উদ্দিন খানের ছেলে। তবে শাকিল লোহাগড়া উপজেলা সদরের একটি হোটেল বাবুর্চির কাজ করতেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।