ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজমিস্ত্রি যুবকের রহস্যজনক মৃত্যু।

News Editor
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসাইন নয়ন,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নে মিন্টু (৩২) নামে এক রাজমিস্ত্রি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় তেঁতুলিয়া উপজেলা সদরের মাগুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মিন্টু একই এলাকার ফজল হকের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানায়, মিন্টুর মা তাকে বাড়িতে রেখে দরকারে বাড়ির বাইরে যায়। সন্ধায় তার মা বাড়িতে ফিরে ছেলেকে বিছানার পাশে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে। এতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে লাশের সুরতহাল শেষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ চৌধুরী জানান, প্রাথমিক সুরতহালে লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলায় রশির দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন যুবক নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজমিস্ত্রি যুবকের রহস্যজনক মৃত্যু।

আপডেট সময় : ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

দেলোয়ার হোসাইন নয়ন,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নে মিন্টু (৩২) নামে এক রাজমিস্ত্রি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় তেঁতুলিয়া উপজেলা সদরের মাগুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মিন্টু একই এলাকার ফজল হকের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানায়, মিন্টুর মা তাকে বাড়িতে রেখে দরকারে বাড়ির বাইরে যায়। সন্ধায় তার মা বাড়িতে ফিরে ছেলেকে বিছানার পাশে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে। এতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে লাশের সুরতহাল শেষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ চৌধুরী জানান, প্রাথমিক সুরতহালে লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলায় রশির দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন যুবক নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।