ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০২৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার রাত আটটার দিকে পৌর শহরের পাবলিক মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহিম ফারুক ও হারুন অর রশিদকে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরণ করেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দেয়াকে কেন্দ্র করে সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি গ্রুপ ও মেয়র জুয়েল গ্রুপের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পাবলিক মাঠ এলাকায় পৌঁছালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

পটুয়াখালীতে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

আপডেট সময় : ০১:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১

জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার রাত আটটার দিকে পৌর শহরের পাবলিক মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহিম ফারুক ও হারুন অর রশিদকে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরণ করেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দেয়াকে কেন্দ্র করে সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি গ্রুপ ও মেয়র জুয়েল গ্রুপের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পাবলিক মাঠ এলাকায় পৌঁছালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।