পল্লী বিদ্যুতের সেবায় অতিষ্ঠ রামপালের বিভিন্ন এলাকা
বিদ্যুৎ দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য জিনিস, রামপালের বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ সমিতি, প্রায় শতভাগ বিদ্যুতায়িত এলাকা রামপাল, তাই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা প্রত্যেকের নেই বললেই চলে। আর এই রমজানে পল্লী বিদ্যুতের অত্যাধিক লোডশেডিংয়ে অতিষ্ঠ রামপালের বিভিন্ন এলাকার মানুষ।
প্রায় সময় ইফতারের আগে লোডশেডিংয়ের কবলে পড়ে অনেক গ্রামের মানুষ, এছাড়া তারাবির নামাজের সময়ও দীর্ঘক্ষন লোডশেডিং-এ থাকে। খনে খনে এমন লোডশেডিংয়ের প্রকোপে অতিষ্ঠ প্রায় রামপালের অধিকাংশ গ্রাম ও ইউনিয়ন। লোডশেডিং কবলিত এলাকার মানুষের অভিযোগ এই রমজানে ইফতার ও তারাবির নামাজের সময় বিদ্যুৎ অত্যন্ত প্রয়োজন ।
ঠিক সেইসময় লোডশেডিংয়ে বেহাল অবস্থা নামাজ রত মুসল্লী ও রোজাদারদের। এছাড়া তাদের হেল্পলাইনে ফোন করলেও বিভিন্ন সময় বন্ধ থাকে এবং তৎক্ষনাত জবাব পাওয়া যায় না। পল্লী বিদ্যুতের এই লোডশেডিং থেকে মুক্ত হতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।