পাঁচবিবিতে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে ভূমিহীন-গৃহহীন মানুষের জন্য সরকারি ঘর বরাদ্দ দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের গত ১৮ জুন ২০২৩ইং তারিখে ৪৬.০০.৩৮০০.০১৭.২৭.০০২.২১-৫৪৮ নম্বর স্মারকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর (৪) (খ)(ঘ) ধরার অপরাধ সংঘটিত করায় অর্ত্র ইউনিয়ন পরিষদের সদস্য পদ থেকে সাময়িক বরখাস্তের অনুলিপি জয়পুরহাট জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে স্থানীয় সরকার মন্ত্রাণালয়।
ইউপি সদস্য বরখাস্তের বিষয়ে আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনের নিকট জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের জাকির হোসেনের সাময়িক বরখাস্তের চিঠি আমি পেয়েছি।