DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই জানুয়ারি ২০২৫
ঢাকাশুক্রবার ১৭ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে পর্নোগ্রাফি সরবরাহকারী ৪ জন যুবক আটক

Astha Desk
জানুয়ারি ২৫, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে পর্নোগ্রাফি সরবরাহকারী ৪ জন যুবক আটক

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসায়ী ও পর্নোগ্রাফি সরবরাহকারী ৪জন যুবক র‍্যাবের অভিযানে আটক হয়েছে।

সিপিসি-৩,জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের একটি চৌকস দল ২৪ জানুয়ারী বুধবার রাত সাড়ে ৯টায় পাঁচবিবি থানার খাংগর হাটখোলা বাজারে বিশেষ অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ৪ জন যুবককে হাতেনাতে আটক করে।

তারা হলো, পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা গ্রামের মোঃ আব্দুল লতিফের পুত্র মোঃ সুজন রহমান (৩৫), তাজপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার পুত্র মোঃ গোলাম রসুল (৩৯), উচনা গ্রামের শ্রী সুনীল চন্দ্র সরকারের পুত্র শ্রী বিপ্লব চন্দ্র সরকার (২৭) ও একই গ্রামের মোঃ হাসান আলীর পুত্র মোঃ রুবেল ইসলাম (২৪)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটককৃত আসামীগণ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার খাংগর হাটখোলা বাজারে তাদের দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‍্যাব-৫,সিপিসি-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয়। এ ব্যাপারে আসামীদের পাঁচবিবি থানায় সোপর্দপূর্বক পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩