পাঁচবিবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপজেলার বিভিন্নস্থানে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন ক্লিনিক পরিদর্শন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা।
আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে পরিদর্শন কালে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাঁচমাথায় উপ স্বাস্থ্য কেন্দ্র, শিমুলতলী কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জরুরি বিভাগ সহ, বিভিন্ন অবকাঠামো গুলো সরেজমিনে ঘুরে ঘুরে দেখেন।
এছাড়া পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসার নানান দিক নিয়ে তাদের সাথে কথা বলেন।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ রুহুল আমিন, পাঁচবিবি পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ তানসিদ জোবায়ের, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার।
বালিঘাটা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।