জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৬শ গ্রাম হিরোইনসহ ফেন্সি বেগম (৪২) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি হাটখোলা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নারী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোসাইপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান ভূইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদে হাটখোলা ক্যাম্পের বিজিবি টহলরত সদস্যরা সীমান্তের পশ্চিম উচনা এলাকার ২৮১/৫ এস পিলারের নিকটে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নারীকে আটক করে। পরে মহিলা বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশী করে ৬ শ গ্রাম হেরইন উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, আজ শনিবার দুপুরে ভারতীয় নারীকে জেল হাজতে পাঠানো হয়েছে