DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১লা অক্টোবর ২০২৩
ঢাকারবিবার ১লা অক্টোবর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবির প্রয়াত ভাষা সৈনিক মিরশহীদ মন্ডল একটি চীরস্মরনীয় নাম

Online Incharge
আগস্ট ২৩, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাঁচবিবির প্রয়াত ভাষা সৈনিক মিরশহীদ মন্ডল একটি চীরস্মরনীয় নাম

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সহ উত্তর জনপদের রাজনীতিক, ১৯৫২ সালের ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষক ও সমবায় আন্দলনের অন্যতম নেতা, সাবেক জেলা আ.লীগের সভাপতি গণ মানুষের সর্বজন শ্রদ্ধেয় প্রায়ত মির শহীদ মন্ডল।

১৯৩২ সালে পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এই মহান ব্যাক্তি।
পিতা হাতেম আলী মন্ডল ও মাতা নুরুন্নাহার বেগমের অত্যন্ত স্নেহ আদর আর ভালোবাসা নিয়ে বড় হন পাঁচবিবির মাঁটি ও মানুষের এই নেতা।

রাজনীতি জীবনে নিজেকে উৎসর্গ করেছিলেন মানুষের তরে। কোন চাওয়া পাওয়া ছিল না তাঁর । জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত কাটিয়ে দিয়েছিলেন মাটির ঘর আর সাধারন একটি বিছানায়।

অর্জন করেছিলেন লাখো মানুষের ভালোবাসা।
সে কারণে আজও তিনি দলমত নির্বিশেষে জয়পুরহাটের সকল মানুষের নিকট অতুলনীয়। সম্মানীয়।

১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি পাঁচবিবি ফুটবল মাঠে ভাষার দাবীতে লিখিত বক্তব্য পাঠ ১৯৫০ সালের দাঙ্গার সময় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন ১৯৫৪ সালে আখ চাষী আন্দোলন, যার ফলশ্রুতিতে আজকের জয়পুরহাট চিনিকল ১৯৫৭ সালে ন্যাপে যোগদান ১৯৭০ প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণ ১৯৭৩ সালে নির্বাচনে অংশগ্রহণ
-১৯৭৮ সালে আওয়ামী লীগে যোগদান ও দেড় যুগের বেশী সময় ধরে সভাপতির দায়িত্ব পালন ১৯৫১সালে যুবলীগ প্রতিষ্ঠা ১৯৫৮ সালে বালিঘাটা ইউনিয়ন পরিষদ এর প্রেসিডেন্ট নির্বাচিত ১৯৬৯ সালে এগারো দফা আন্দোলন যোগদান করেন মির শহীদ মন্ডল সপ্রাবি, রামতনু সপ্রাবি, কাকাপুর সপ্রাবি, নছির উদ্দীন সপ্রাবি, পাঁচবিবি ডিগ্রি কলেজ, বড় মানিক বিদ্যালয়, নছির মণ্ডল বালিকা উচ্চ বিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

২০১৬ সালের ১০ই জুলাই বিকাল সাড়ে ৪ টায় ঢাকার সি.এম.এইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত ভাষা সংগ্রামী মির শহীদ মণ্ডল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:৩৬
 • ১১:৫৩
 • ৪:১১
 • ৫:৫৬
 • ৭:০৯
 • ৫:৪৭