DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৭ই জুন ২০২৩
ঢাকাবুধবার ৭ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

পাকিস্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত-১

Online Incharge
মে ১০, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত-১

আস্থা ডেস্কঃ

দুর্নীতি মামলায় আটক হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোয়েটা শহরে একজন নিহত হয়েছে। আজ বুধবার সংবাদমাধ্যম বিবিসি ও আলজারিরা এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। তবে ভারতের প্রথম কতকাতক তাদের প্রতিবেদনে নিহতের সংখ্যা ৬জন বলে দাবী করেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে পুলিশের ৬ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে সংগঠনটির মহাসচিব ও সাবেক একজন গর্ভনারসহ ৪৩ বিক্ষোভকারীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ, পাঞ্জাবসহ কয়েকটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতি করা হয়েছে ফেসবুক, টুইটার ও সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম।

ইমরান খানকে আটকের পরপরই গতকাল মঙ্গলবার রাস্তায় নামেন পাকিস্তান পিটিআইয়ের সমর্থকেরা। ইসলামাবাদ, লাহোর, করাচিসহ কয়েকটি শহরে রাস্তা অবরোধ ও গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা।

সেনানিবাসের বাইরেও বিক্ষোভ করে ইমরানের দলের কর্মীরা। ১৪৪ ধারা ভেঙে চলে আন্দোলন। বিক্ষোভকারীরা সেনানিবাসের ভেতরেও ভাঙ্গচুর চালিয়েছে। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৪৭
 • ১২:০০
 • ৪:৩৬
 • ৬:৪৭
 • ৮:১২
 • ৫:১০