শিরোনাম:
পাকুন্দিয়ায় ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:৪২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১১৮০ বার পড়া হয়েছে
রায়হান জামান, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামে ধান ক্ষেত থেকে থেকে মো. বাদল (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলার পূর্ব হোসেন্দী গ্রামের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে লাশটি স্থানীয়রা দেখতে পান।
পরে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এবং লাশের সাথে থাকা একটি ব্যাগ থেকে প্রয়োজননীয় কাগজপত্র দেখে লাশটির প্রাথমিক পরিচয় নিশ্চিত করেন।
পরে মৃত্যুদেহের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























