আইপিএলে ২০২০ তে স্বপ্নের অভিষেক দেবদূত পড়িক্কলের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি’র জার্সিতে আইপিএলের অভিষেক ম্যাচেই দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে উঠে এসেছেন তরুণ ক্রিকেটার।
আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে আকর্ষণের কেন্দ্র কুড়ি বছরের পড়িক্কল।
হাফ সেঞ্চুরি হাঁকিয়ে স্বপ্নের আইপিএল অভিষেকের পর পড়িক্কল আজ ধারাবাহিকতা দেখাতে পারেন কিনা,সেটাই এখন দেখার।
ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণামাচারি শ্রীকান্ত ভূয়সী প্রশংসা করে দেবদূতকে নিয়ে বলেন, ‘আইপিএলের মতো বড় স্টেজে প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার চাপ সামলানো মুখের কথা নয়। প্রথম ম্যাচেই দেবদূত যেভাবে খেলেছে, তাতে ওর ম্যাচ উইনিং নটের প্রশংসা করতেই হচ্ছে। পড়িক্কলের দারুণ প্রতিভা। ধারাবাহিকভাবে সুযোগ পেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। ‘
আরও পড়ুনঃব্যাঙ্গালুরু সাথে টস হেরে ব্যাটিংয়ে পাঞ্জাব
প্রসঙ্গত সানরাইডার্সের বিরুদ্ধে ওপেনিং ম্যাচে বাঁ-হাতি পড়িক্কল ৪২ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। আইপিএলের অভিষেকে দেবদূত পড়িক্কলের ইনিংস ৮টি চার দিয়ে সাজানো ছিল। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যলসের হয়ে তিন নম্বরে নেমে ৩২ বলে ৭৪ রানে মারকাটারি ইনিংস খেলা সঞ্জু স্যামসনেরও প্রশংসা করেছেন শ্রীকান্ত।
আইপিএল ২০২০ বিশ্বকাপের আগে ভারতীয় তরুণ ক্রিকেটারদের এভাবেই বড় মঞ্চে প্রচার দেবে বলে মত শ্রীকান্তের।