শিরোনাম:
পাটুরিয়া ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ট্রাক, চালক নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:১৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১০৮০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পরে গেছে। এসময় অজ্ঞাত পরিচয়ে এক চালক নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ব্যবস্থাপক বাণিজ্য আব্দুস সালাম জানান, পাটুরিয়া ফেরিঘাটের ৩নং ঘাটে রাখা রো-রো ফেরি আমানত শাহতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে (যশোর ট-১১-১৮৭৭) ট্রাকটি পদ্মা নদী গর্ভে নিমজ্জিত হয়। এসময় ট্রাকের সহকারী লাফ দিয়ে নামতে পারলেও চালক ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, পদ্মার গর্ভে নিমজ্জিত ট্রাক তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়।

















