পানছড়িতে ইফার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১০৫৬ বার পড়া হয়েছে
পানছড়িতে ইফার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা)র এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২২মার্চ) সকাল ৯ টায় ইফার কার্যালয়ে খতমে কোরআন, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফার পানছড়ি কার্যালয়ের সুপারভাইজার মোহাম্মদ এরশাদ এর সভাপতিত্বে ও সাধারণ কেয়ারটেকার দানেশ আলী আজাদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু।
এসময় আরো বক্তব্য রাখেন মডেল শিক্ষক ও পাইলট ফ্রর্ম জামে মসজিদের ইমাম মোঃ নুরুল আফসার, সাধারণ কেয়ারটেকার ইসমাইল বিন ইউসুফ।
উল্লেখ্য, দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে এবং প্রতি মানুষের অন্তরে ইসলামী মূল্যবোধ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করে করেছিল।
[irp]

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা)র এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২২মার্চ) সকাল ৯ টায় ইফার কার্যালয়ে খতমে কোরআন, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
















