পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৬:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১০০৭ বার পড়া হয়েছে
পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়িতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি কমিটি। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় এক জরুরি সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে পানছড়ি উপজেলা জামায়াত এর প্রচার ও মিডিয়া সম্পাদক আবুল কাসেম লিখিত বক্ত্যব্যে বলেন, ২ ডিসেম্বর বিএনপি তাদের ঘনিষ্ঠ কয়েকজন নেতা ও আওয়ামী লীগ-ছাত্রলীগের কিছু ক্যাডারকে নিয়ে ‘নতুন যোগদান অনুষ্ঠানের’ আয়োজন করে। এর আগে তারা জামায়াতের সহযোগী সদস্য ও নতুন কর্মীদের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হওয়ার পর তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে “জামায়াতের শতাধিক নেতাকর্মীর যোগদান” বলে প্রচার শুরু করে।
প্রেসক্লাবের হল রুমে অনুষ্টিত সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করেন “জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান” এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনায় পানছড়ি জুড়ে তৈরি হওয়া আলোচনার পরিপ্রেক্ষিতে এই জরুরি সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামের উপজেলা সভাপতি মোঃ জাকির হোসাইন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক মোঃ আব্দুল খালেক, উল্টাছড়ি ইউনিট সভাপতি মোঃ সৈয়দ মজনু।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাকির হোসাইন বলেন, যাদের কাছে যোগদান পত্রের মুড়ি রয়েছে তারা ৫ তারিখের পরে আমাদের তৃণমূলের কর্মীদের কাছে ফরম পূরণ করেছে তারা আমাদের কোন সক্রিয় কর্মী বা নেতা নয়। তাদের সাথে সংগঠনের কোন সক্রিয় সম্পর্ক নেই। একজন জামাতের কর্মী ও রোকন হতে হলে আমাদের পাঠ্যসূচির সিলেবাস কমপ্লিট করে ইসলামের সম্পন্ন নিয়ম মেনে অনেক ক্রাইটেরিয়া ফলো করে তারপর আমরা তাদেরকে কর্মী ঘোষণা করি।
সংবাদ সম্মেলনে যোগদানকারী মোঃ ফাহিম উদ্দিন (কলাবাগান) এর রাজনৈতিক পরিচয় তুলে ধরে আবুল কাসেম বলেন, ৫ আগস্টের পর ফাহিম সহযোগী সদস্য হন, কোনো সময় জামায়াতের কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এমনকি কিছুদিন আগে নিজেকে এনসিপির সাধারণ সম্পাদক পরিচয়ে ফেসবুকে পোস্ট করেছেন, যার প্রমাণ জামায়াতের কাছে রয়েছে।









