শিরোনাম:
পানছড়িতে যুবকের আত্মহত্যা
Astha DESK
- আপডেট সময় : ০৪:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১০৭৭ বার পড়া হয়েছে
পানছড়িতে যুবকের আত্মহত্যা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকায় গলার ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। আজ রবিবার ( ৯ জুন) সকালে তার উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুল ইসলাম (১৮) মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ শামসুল হক এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে সাইফুল ইসলামের নিকট সিগারেট পাওয়া যায় এই নিয়ে পারিবারিকভাবে তাকে শাসন করলে। সাইফুল বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও না পাওয়া রাত বারোটার দিকে সবাই ঘুমিয়ে পড়ে। সকালের দিকে তার লাশ বাড়ির পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
পানছড়ি থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।















