পানছড়িতে অসহায়দের পাশে পুনাক
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যােগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।
আজ বুধবার (১৪ডিসেম্বর) বিকাল ৪টায় পানছড়ি থানা কম্পাউন্ডে পুনাক খাগড়াছড়ি এর উদ্যােগে পানছড়ি উপজেলার দুর্গম এলাকার শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসী এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল জিনিয়া চাকমা,র সঞ্চালিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনচারুল করিম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন, মানিকছড়ি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার একে এম কামরুজ্জামান, রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন এর সহধর্মীনি পুনাক সহ-সভানেত্রী নুসরাত আলম, মানিকছড়ি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার একে এম কামরুজ্জামান এর সহধর্মীনি সুরাইয়া তরী, রামগড় থানার অফিসার ইনচার্জ এর সহধর্মীনি নাহিদ আক্তার, ট্রাফিক ইন্সপেক্টর সহধর্মীনি পুনাক সদস্য শ্রাবনী পালসহ পুনাকের সদস্য ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক পিপিএম প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, পুনাক সব সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে মানবিক কার্যত্রুম করে আসছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যােগে পানছড়ি উপজেলার শতাধিক অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এই মহতি উদ্যােগ গ্রহন করার জন্য পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসীকে ধনবাদ জানান।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, আমরা খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পুনাকের প্রতিটি কাজে আন্তরিকতার সহিত সহযোগিতা করায় সব সময় পুনাক আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কষ্ট কিছুটা লাগবে এর জন্য অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।