DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Astha Desk
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) রাত দশটার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম অদ্যুৎ চাকমা (৩২)। সে অদ্যুৎ চাকমা পানছড়ি উপজেলার ২নং চেংগী ইউপির মধুমঙ্গলপাড়া গ্রামের পুস্পধন চাকমার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩১ জানুয়ারি) রাত দশটার দিকে পানছড়ি থানার এসআই মোহাম্মদ ইউছুফের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা হাসপাতাল সংলগ্ন কলোনীপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

জানা যায়, অভিনব কায়দায় একটি নীল রঙের প্লাস্টিকের কন্টেইনারের তলা কেটে ড্রামের ভিতরে সু-কৌশলে পাচারের উদ্দেশ্যে চারটি গাঁজার প্যাকেট ভিতরে রেখে সুকৌশলে আবার ড্রামের তলা বন্ধ করে দেয়। গোপন সংবাদের খবরে পানছড়ি বাজারের জিরো পয়েন্ট নামক স্থানে অবস্থান নেয় পানছড়ি থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অদ্যুৎ চাকমা ভিন্নপথে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে নীল রঙের কন্টেইনারসহ আটক করে। পরে ড্রামের তলদেশ খুলে পলিথিনে মোড়ানো এক কেজি ওজনের চারটি প্যাকেট থেকে চার কেজি গাঁজা বের বরে।

পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক অত্র থানায় মামলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩