“কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের মাঝে অনুদানসহ নানান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে লোগাং জোন (৩ বিজিবি)। যার অংশ হিসাবে পানছড়িতে জনকল্যাণ কর্মসূচীর আওতায় ৩বিজিবির অনুদান বিতরণ অব্যাহত।”
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি ব্যাটালিয়ন লোগাং জোন (৩বিজিবি) কতৃক জনকল্যাণ কর্মসূচীর আওতায় সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬মে) সকাল সাড়ে ১০ টার দিকে এসকল সামগ্রী বিতরণ করা হয়।
পানছড়ি ব্যাটালিয়ন লোগাং জোন (৩বিজিবি)’র জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি, কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের হাতে এসময় সামগ্রী তুলে দেন।
পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে, পানছড়ি সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে জনকল্যাণ কর্মসূচীর আওতায়, লোগাং জোন (৩বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে, সেলাই কাজ জানা দুঃস্থ ২জন মহিলাকে ২টি সেলাই মেশিন, ১জন এইচএসসি গরীব শিক্ষার্থীকে বই ও ফরম পুরণ বাবদ নগদ অর্থ প্রদান, ১জন শিক্ষার্থী ও শ্রীকুন্তিমা ছড়া অমলেন্দ্র পাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান, ২জন দুঃস্থ ও গরীব মহিলাকে ১বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়েছে।
এসময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ ধারা অব্যাহত থাকবে।