DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে বিজিবির মতবিনিময় সভা অনুষ্টিত

Abdullah
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে বিজিবির মতবিনিময় সভা অনুষ্টিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম এএমসি, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ প্রমূখ।

এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ও ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান ভূমি ধর রৌয়াজা, ইউপি সদস্য, হেডম্যান এবং কারবারীসহ গণমান্য ব্যক্তিবর্গ।

আলোচনাকালে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে নিয়মনীতির মধ্য থেকে যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হবে বলে অধিনায়ক সকলকে আশ্বস্থ করেন।

এসময় অধিনায়ক বলেন, সাম্প্রতিক অনাকাংখিত ঘটনাসমূহের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা  অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

সভায় উপস্থিত জনপ্রতিনিধিগণ আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করেন। মতবিনময় সভা শেষে এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে অবহিত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১