পানছড়িতে মন্দিরের উন্নয়নে এমপির অনুদান প্রদান সম্পন্ন
- আপডেট সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১০৪৪ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার অলেন্দ্র কার্বারীপাড়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উন্নয়নের জন্য খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব দলীয় কার্যলয়ে শ্রীশ্রী সনাতনী গীতা সংঘের সাধারণ সম্পাদক অমর ত্রিপুরার হাতে এই অনুদান তুলে দেন।
এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোমিন, ফাতেমা নগর ওয়ার্ডের সাবেক মেম্বার কাদের হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা জালাল হোসেন প্রমুখ।
অমর ত্রিপুরা বলেন, আমি মাননীয় এমপি মহোদয় ও আমাদের সনাতন সমাজের গর্ব বাবু বিজয় কুমার দেব মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বলেন, মাননীয় এমপি মহোদয় সব সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খোঁজ খবর রাখেন। ধর্ম সেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের মাঝে ভালবাসার সৃষ্টি হয়। এবং মানুষের মন থেকে হিংসা, হানাহানি এবং অন্যায় দুর হয়।
[irp]