DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

Doinik Astha
আগস্ট ১৫, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধিঃ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাতীয় শোক দিবস/২০২২ পালিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পানছড়ি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন, সরকারি-বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিলো শোক র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আজ সোমবার (১৫ই আগষ্ট) সকাল ৮টা থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক, রাজনৈতিক সংগঠন, বঙ্গবন্ধু স্কয়ারস্থ ও উপজেলা শহীদ মিনারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, সদস্য জয়নাথ দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ, যুগ্ন-সাধারণ সম্পাদক উত্তম দেব, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী (উজ্জ্বল), শিক্ষা ও মানব সম্পদ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদকবৃন্দ,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি অরুণ কুমার শীল, যুবলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক নাজির হোসেন, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা আয়োজনসহ নানাবিধ কর্মসূচী পালন করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০