DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে শীতকালিন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Astha Desk
জানুয়ারি ১৬, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

পানছড়িতে শীতকালিন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১ নং লোগাং ইউনিয়নের বাবু’রা পাড়ায় শীতকালিন ফুটবল টুর্নামেন্ট/২৩ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এ টুর্নামেন্টেন উদ্বোধন করা হয়।

 

 

 

১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমার সভাপতিত্বে অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন লোগাং বাবুরাপাড়া মাঠে উপজেলার ১৮টি টিম নিয়ে চলবে এ ফুটবল টুর্নামেন্ট।

 

এসময় প্রধান অতিথি হিসেবে এই সময় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

 

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আনন্দ জয় চাকমা, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, ৪নং লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমি ধর রোযাজা, ৫নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন প্রমূূখ।

 

আজকের খেলা বাবুরা পাড়া ফুটবল একাদশ বনাম মাইচ্ছাছড়া ফুটবল একাদশ এর মধ্যে খেলা শুরু হয়েছে এবং আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ফাইনাল খেলার মাধ্যমে খেলার সমাপ্তি হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।