DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়ির উল্টাছড়ি ইউপির দায়িত্ব হস্থান্তর

News Incharge
এপ্রিল ৭, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পানছড়ির উল্টাছড়ি ইউপির দায়িত্ব হস্থান্তর

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের কাছে ক্ষমতা হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা ইউপি চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির জয়দে, যুগ্ম-সম্পাদক উত্তম দেব, পানছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আল-আমিন, উল্টাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, নিজ নিজ দায়িত্ব থেকে সৎ মন মানসিকতা নিয়ে জনগণের সেবা নিশ্চিত করে সরকারের পাশে দাঁড়াতে হবে যাহাতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়।

এসময় পানছড়ি থানা ওসি মোঃ আনচারুল করিম বলেন, জনগণের কল্যাণে পুলিশ সদা জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে। তাই জনকল্যাণে কাজ করার জন্য জনপ্রতিনিধিগন আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয় নাথ দেব বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে জনগণের মন জয় করে নৌকা প্রতীক নিয়ে আহির উদ্দিন ইউপি চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছে। তাই নৌকা প্রতীক তথা আওয়ামী লীগের সুনাম কোন অবস্থাতেই যাহাতে ক্ষুন্ন না হয় সে দিকে খেয়াল রাখতে এবং জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক উত্তম কুমার দেব বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান আহির উদ্দিন জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখে নিজেকে উৎস্বর্গ করবেন।

নবনির্বাচিত চেয়ারম্যান আহির উদ্দিন বলেন, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি জনগনের ভোটের সম্মান রক্ষা করবো।বিদায়ী চেয়ারম্যান বিজয় চাকমা বলেন, আমি ৫বছর জনগেনর সেবা করেছি। সেবা করতে গিয়ে কমবেশি ভুল করেছি তাই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিকোন থেকে দেখবেন। এবং নবনির্বাচিত চেয়ারম্যান আমার কাছ থেকে কোন সহযোগীতা চাইলে আমি করতে সদাসর্বদা প্রস্তুত আছি।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬