DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৪ই মে ২০২৫
ঢাকাবুধবার ১৪ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্ট-টিকিট ছাড়া বিমানে শিশু, ১০ কর্মকর্তা প্রত্যাহার

Astha Desk
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

পাসপোর্ট-টিকিট ছাড়া বিমানে শিশু, ১০ কর্মকর্তা প্রত্যাহার

আস্থা ডেস্কঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইহাটি গ্রামের ইমরান মোল্লার ছেলে জুনাইদ মোল্লা (১২) পাসপোর্ট-ভিসা ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে উঠার ঘটনায় ১০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

উল্লেখ্য, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৩টা ১০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে জুনায়েদ হোসেন মোল্লা নামে এক প্রতিবন্ধী শিশু ভিসা ও পাসপোর্ট ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে উঠে যায়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৪ ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক ওই সময়ই একটি শিশুকে বিমানের করিডোরে হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে বিমানের কেবিন ক্রু তাকে সিটে বসার পরামর্শ দেন। শিশুটি তখন সিটে বসে পড়ে। এমনকি শিশুটি ওই বিমানের যাত্রীও নয়। পরে অ্যাভিয়েশন সিকিউরিটি (কর্তৃপক্ষ) শিশুটিকে বিমানবন্দর থানা পুলিশের জিম্মায় দেয়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিযা বলেন, বিমানে উঠে যাওয়া ওই শিশুটিকে এভসেক কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় সোপর্দ করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮