DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পিছিয়ে গেল ‘সূর্যবংশী’ মুক্তির দিন

DoinikAstha
এপ্রিল ৬, ২০২১ ৬:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:

আবারও পিছিয়ে গেল ‘সূর্যবংশী’ মুক্তির দিন। এক বছর আগেও করোনা ছিল পথের কাঁটা। এখনো সেই কাঁটাই থাকলো রোহিত শেঠির এ ছবির সামনে।

৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। তবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।

ছবির শুটিং শেষ হয়েছে অনেব দিন আগে। প্রচারও চলছিল জোর কদমে। গত বছরের ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই পুলিশ ড্রামা। সেই সময় করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ‘সূর্যবংশী’।

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে একটি বৈঠক করেন পরিচালক রোহিত। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোহিতের এই পদক্ষেপের প্রশংসা করেছেন উদ্ধব। তবে এই ছবি কবে মুক্তি পাবে, এখনও তা নিয়ে কিছু জানাননি নির্মাতা।

অন্য দিকে ছবির নায়ক অক্ষয় কুমারও করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার হাসপাতালেও ভর্তি করাতে হয় অভিনেতাকে।

‘সূর্যবংশী’তে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। এটি রোহিতের উচ্চাভিলাষী কপ ইউনিভার্সের অংশ। তাই আগের ছবি থেকে ক্যামিও করছেন অজয় দেবগন ও রণবীর সিং।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।