নিজস্ব প্রতিবেদক:পুকুরে বিভিন্ন প্রজাতির মৃত মাছ ভেসে উঠছে।বুধবার সকাল থেকেই সুনামগঞ্জের তাহিরপুরের কাউকান্দি বাজার সংলগ্ন মাদ্রাসার পুকুরের একের পর এক মৃত মাছ ভাসতে দেখে গোটা উপজেলার মৎস (মাছ) চাষীদের মধ্যে এক অজানা শংকা তৈরী হয়েছে।
বুধবার রাতে উপজেলার মৎসচাষী সেফুল মিয়া জানান, উপজেলার কাউকান্দি বাজার মাদ্রাসার মালিকানাদীন একটি পুকুর যৌথভাবে তিন বছরের জন্য ইজারা নিয়ে বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করা হয়।
বুধবার সকাল থেকে ওই পুকুরে থাকা চাষ কৃত পাঙ্গাস,সিলবার, ব্রিগেড, মৃণালকাপ, ঘাসকার্প জাতের মাছ মরে মরে ভেসে উঠছে। এরপর মাছের খাদ্য বিক্রেতাদের পরামর্শক্রমে পুকুরে অক্সিজেন, পাটাশিয়াম সহ সব ধরনের ঔষধ প্রয়োগ করেছি কিন্তু অদৃশ্য কারনে মাছের মৃত্যু রোধ করা সম্ভব হচ্ছেনা।
ইতিপুর্ব উপজেলার টেকেরঘাট জামে মসজিদেরে পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন সাইফুল ইসলাম নামে এক মৎস চাষী। তিনি জানান, কয়েকদিন পুর্বে ওই ইজারা নেয়া পুকুরেও অজানা কারনে চাষকৃত বিভিন্ন প্রজাতীর মাছ মরে পঁচে যায়। একই অভিযোগ করেন উপজেলার লাকমা গ্রামের বাসিন্দা তারেক আজিজ। তাকে আজিজের পারিবারীক পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতীর মাছ মরে ভেসে উঠলেও সঠিক পরামর্শের অভাবে ওেই পুকুরের মাছের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হয়নি।
বুধবার রাতে তাহিরপুর উপজেলা মৎস অফিসার মো: ইউসুফ আলী বলেন , মিস ম্যানেজম্যান্ট, ক্যারিং ক্যাপাসিটি ও অক্সিজেনের অভাবেও ওেই সব পুকুরে চাষকৃত মাছ মরে যেতে পারে। তবে কি কারনে উপজেলার বিভিন্ন এলাকার পুকুরগুলোতে চাষকৃত মাছ মরে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন পরীক্ষা-নিরীক্ষা ছাড়া মাছ মরে যাওয়ার সূনিদ্রিষ্ট কারন জানানো সম্ভব নয়।