অনলাইন ডেস্কঃপুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া হলে মানুষের হয়রানি বাড়বে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। তারা শুধু দুর্নীতি ও লুটপাটেই ব্যস্ত। যার ফল জনগণকে ভোগ করতে হচ্ছে।
তিনি আরও বলেন,’করোনার জন্য পুলিশকে বিচারিত ক্ষমতা দেয়া আরেকটা বুমেরাং হবে, সেটা হচ্ছে জনগণের হয়রানি আরও বাড়বে। সব কিছুতে দুর্নিতী করে তারা। এখানে একটা দুর্নিতী কীভাবে করা যায়, সে চেষ্টাতে তারা সফল হলো।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন,’এ সরকার কখনও করোনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, তার উদ্যোগও আমরা দেখিনি।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।