DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী তফসিল ঘোষনা

Ellias Hossain
জুলাই ৭, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলায় উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী তফসিল ঘোষনা

 

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার পূর্বধলায় প্রথমবারের মত উপজেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। পূর্বধলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম এ নিবাচনী তফসিল ঘোষনা করেন।

 

নির্বাচনে ৬টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করতে পারবেন। পদগুলো হলে সহ সভাপতি, সাধারন সম্পাদক, অতিরিক্ত সাধারন সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও একজন নির্বাহী সদস্য।

 

নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ আগামী ৯ জুলাই, মনোনয়নপত্র বাছাই ১০ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুলাই, প্রতীক বরাদ্দ ২৪ জুলাই নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই নির্বাচন কর্মকর্তার কার্যালয় সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। মনোনয়ন সংগ্রহ করতে হবে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে। উল্লেখ্য পদাধিকারবলে সংস্থার সভাপতি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে গত ৪ জুলাই সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের নির্বাচন কমিশনার নাজনীন আখতার উপজেলার ৬২জনের নাম ও পদবী উল্লেখ করে একটি ভোটার তালিকা প্রকাশ করেন।

 

ভোটার তালিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের ৮জন, ১১টি ইউনিয়নের ১১জন চেয়ারম্যান, ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৫ জন ক্রীড়ানুরাগী ব্যক্তিকে রাখা হয়েছে।

 

প্রকাশিত ভোটার তালিকা নিয়ে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে। এদের অনেকেই জানতে চেয়েছেন ভোটার তালিকায় কোন বিবেচনায় কাদের নাম স্থান পেয়েছে? স্থানীয় ক্লাবগুলোর প্রতিনিধির ভোটার তালিকা থেকে বাদ পড়লো কেন?

এসি ক্লাবের সাবেক সভাপতি কেবিএম নোমান শাহরিয়ার বলেন, যেহেতু সংগঠনটি একটি ক্রীড়া সংস্থা এবং খেলাধুলা নিয়ে এর কাজ তাই তার দাবী উপজেলার সক্রিয় বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া অনুরাগী, ক্লাব সভাপতির একজন করে প্রতিনিধি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়া হোক।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের নির্বাচন কমিশনার নাজনীন আখতার জানান, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী গঠনতন্ত্র অনুযায়ী খসরা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কোন সংগঠনের প্রতিনিধি বা ক্রীড়া ব্যক্তিত্ব যদি বাদ পড়ে থাকে তবে আবেদনের প্রেক্ষিতে নির্বাচনী গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬