DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১লা অক্টোবর ২০২৩
ঢাকারবিবার ১লা অক্টোবর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজ রপ্তানিতে ৪০% শুল্ক বসাল ভারত

Online Incharge
আগস্ট ১৯, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পেঁয়াজ রপ্তানিতে ৪০% শুল্ক বসাল ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ

অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে ও রপ্তানি নিরুৎসাহিত করতে বাড়তি এ শুল্ক আরোপ করলো ভারত। অভ্যন্তরীণ বাজারে দাম বাড়তে থাকায় রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যা ঘোষণার পর থেকেই কার্যকর হবে।

আজ শনিবার (১৯ আগষ্ট) ভারতের অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারতের পেঁয়াজ বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ পেঁয়াজ আমদানি করে থাকে। তবে নিজেদের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখাই শুল্ক বাড়ানোর কারণ বলে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

দেশটিতে মূল্যস্ফীতি বাড়তে থাকায় পেঁয়াজ, টমেটোসহ বেশি ব্যবহার হয় এমন প্রায় সব ধরনের সবজির দাম বাড়ছে। গত কয়েক মাসে এসব সবজির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। গত জুলাইতে দেশটিতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৪৪ শতাংশ হয়েছে, যা ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। আগের মাসে এ হার ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।

অগাস্টের বড় সময়জুড়ে বৃষ্টি না হওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে দেশটিতে। সবজি উৎপাদনেও এর প্রভাব পড়ছে। এতে দাম বাড়ছে সব ধরনের সবজির। সূত্র-রয়টার্স।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭