প্রচন্ড তাপদাহে মানুষের সাথে দলছুটো হনুমানের মিতালী
আবুল কালাম আজাদ, রাজবাড়ী ঃ
কয়েক দিনের প্রচন্ড তাপদাহে মানুষের অবস্থা ওষ্ঠাগত হয়ে উঠেছে।
কাজের ফাঁকে ফাঁকে সড়কের পাশে, গাছ তলায়, গ্রাম্য দোকান গুলোতে ভীড় জমাচ্ছে। সে ভীড়ে প্রাণিকুলও শরীক হচ্ছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে একটি গ্রাম্য দোকানে ক্লান্ত মানুষের মধ্যে দলছুটে হনুমান তাদের সাথে বসে মিতালী করছে।
সেও যেন ছুটতে ছুটতে ক্লান্ত। প্রচন্ড তাপদাহে সেও যেন ক্লান্ত।
ওই দোকানে বসে থাকা নাসির ফকির, রফিক শেখ, ঝরু শেখ বলেন, এ দলছুটো হনুমানটি দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে।
আমরা প্রচন্ড তাপদাহের কারণে দোকানে বসে চা পান করছিলাম ও একটি শ্রান্তির জন্য বসে গল্প করছিলাম। এসময় হঠাৎ করেই আমাদের মাঝে হাজির হয় হনুমানটি।
সেও যেন ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছে। ১০-১৫ মিনিট বসে থাকার পর আবার সেও হাটতে শুরু করে। তার যেন এ এলাকার মানুষের সাথে মিতালী গড়ে উঠেছে।