DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে জানুয়ারি ২০২৫
ঢাকারবিবার ১৯শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

প্রতিষেধক ব্যবহারের আগেই মৃত্যু ২০ লাখ ছাড়াবার সম্ভবনাঃ ডব্লিউএইচও

News Editor
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহানে করোনার প্রাদুর্ভাব হয়। ইতিমধ্যে করোনায় প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, করোনাভাইরাসের টিকার ব্যাপক ব্যবহার শুরুর আগেই বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ মানুষের মৃত্যু হতে পারে।

শুক্রবার(২৫ সেপ্টেম্বর) জেনেভার সদর দপ্তরে ডব্লিউএইচওর জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান আরও বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে বৈশ্বিক প্রচেষ্টা যদি জোরদার না হয় তবে মৃত্যুর এ সংখ্যা আরও বাড়তে পারে।

টিকার জন্য সারা বিশ্বে এখন ১৮০টির বেশি উদ্যোগ চালু আছে। এর মধ্যে নয়টি টিকা তৃতীয় ধাপের ট্রায়ালে আছে।

টিকার ব্যবহারের আগেই মৃত্যু ২০ লাখ ছাড়াবার সম্ভবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রায়ান বলেছেন, ‘এটা অসম্ভব নয়।’

আরও পড়ুনঃ ইরানে রা’দ-৫০০ মিসাইল লঞ্চার প্রদর্শন

তিনি আরও বলেন, মৃত্যুর সংখ্যা কিছু কমছে কারণ করোনার চিকিৎসার মান উন্নত হচ্ছে। তবে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং একটি কার্যকর টিকা ব্যবহার শুরুর আগে মৃত্যুর সংখ্যা ২০ লাখে ঠেকানো সম্ভব নাও হতে পারে।

এ সময় করোনাভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩

আন্তর্জাতিক সর্বশেষ