শিরোনাম:
প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা
Doinik Astha
- আপডেট সময় : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৩৫৩ বার পড়া হয়েছে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। আফগানদের উড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করল প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সঙ্গে সেমিতে হারার দুঃসহ স্মৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই একটি কথা প্রচলিত হয়ে আছে যে, প্রোটিয়াদের দৌড় সেমিফাইনাল পর্যন্তই। একই নামে দলটির নামের পাশে জুটেছে চোকার্স তকমা। তবে এবার এই অপবাদ থেকে মুক্তি পেল এইডেন মার্করামের দল।
সাতবার সেমিফাইনালে হারের পর অবশেষে ফাইনালের টিকিট করতে সফলতা দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। একপেশে সেমিফাইনালে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা।


























