DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৩শে এপ্রিল ২০২৫
ঢাকাবুধবার ২৩শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

প্রদীপ চৌধুরী মুক্তিসহ সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

Astha Desk
অক্টোবর ২৯, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

প্রদীপ চৌধুরী মুক্তিসহ সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ সকল সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, আটক সাংবাদকদের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সাংবাদিকরা।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান, একুশের টিভির জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা।

এ সময় বক্তারা বলেন ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্দেশ্যে মূলকভাবে, সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য খাগড়াছড়িতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সময় টিভির জীতেন বড়ুয়া, এটিএন নিউজ, এটিএন বাংলার আবু দাউদসহ জেলা সদরের ৭ জনসহ বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় গত শুক্রবার শহরের মিলনপুর গ্রাম থেকে ফেরার পথে প্রদীপ চৌধুরীকে আটক করে পুলিশ। যা অত্যন্ত নিন্দানীয়।

বক্তারা অভিলম্বে খাগড়াছড়িতে মুক্ত সাংবাদিকতা স্বার্থে প্রদীপ চৌধুরীর মুক্তিসহ সকল সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩