DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ৮ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী ফরিদপুর আগমন উপলক্ষে আ’লীগের বিশেষ বর্ধিত সভা

Abdullah
অক্টোবর ২, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী ফরিদপুর আগমন উপলক্ষে আ’লীগের বিশেষ বর্ধিত সভা

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

আগামী ১০ই অক্টোবর ফরিদপুরের ভাঙ্গায় রেলপথ জংশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন পদ্মা সেতু দিয়ে ঢাকা হয়ে ভাঙ্গা রেলজংশনে আসবেন প্রধানমন্ত্রী।

পরে তিনি বিকেলে ভাঙ্গা পৌরসভার ডাক্টর কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করার উদ্দেশ্যে করণীয় নির্ধারণে আজ সোমবার (২অক্টোবর) দুপুরে জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফরউল্লাহ।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের এমপি শাহাদাব আকবর চৌধুরী লাবু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, ফরিদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অমিতাভ বোস, ঝর্না হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী ১০ই অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১