প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- আপডেট সময় : ১০:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ২৩১৯ বার পড়া হয়েছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুর্নীতি করলে কোনো ছাড় নেই। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে । সিটিজেন চার্টার অনুযায়ী প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।
ইমরান আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের মানব সেবার আদর্শ নিজেদের মধ্যে ধারণ করুন । বর্তমান প্রধানমন্ত্রী সততা ও দক্ষতা দিয়ে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি সাধন করেছেন।
ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয়
মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম সম্পর্কিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
এ সভায় সচিব বলেন, বর্তমানে আমরা একটি মহামারিকাল পার করছি। তবে সরকারের দক্ষ নেতৃত্বের কারণে মহামারির সময়ও দেশের ভেতরে তেমন কোনো সংকট সৃষ্টি হয়নি। করোনা আমাদের মানুষের প্রতি মানুষের আরো বেশি সহানুভূতিশীল হতে শিক্ষা দিয়েছে। আমরা যদি জনগণকে আমাদের প্রতিশ্রুত সেবা দিতে পারি তাহলেই আমাদের জাতির পিতার প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে।
পরে মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পরিবারের সদস্যদের মাঝে পুনর্বাসন, ক্ষতিপূরণ, আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।