DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকের শিক্ষকদের অনিয়ম রোধে নতুন উদ্যোগ

Astha Desk
এপ্রিল ২৫, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিকের শিক্ষকদের অনিয়ম রোধে নতুন উদ্যোগ

 

স্টাফ রিপোর্টারঃ

 

কর্মদিবসে বিনা ছুটিতে অনুপস্থিত কিংবা নিয়মিত স্কুলে না আসাসহ নানা অভিযোগ রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। এসব অভিযোগ পাওয়ার পর বিনা নোটিশে তাৎক্ষণিক পরিদর্শন করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

উদ্যোগে বলা হয়েছে মাঠ পর্যায়ে কাজ করা উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরদের এ নির্দেশনা মেনে পরিদর্শন করার জন্য বলা হয়েছে।

 

গত ১৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)এস. এম. আনছারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, চলতি বছর মার্চ মাসের সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের আওতাধীন সকল অফিস ও স্কুল পূর্বে থেকে না জানিয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।