ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকাসহ ইতালিয়ান রেফারি নিজ বাড়িতে খুন

News Editor
  • আপডেট সময় : ০৫:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৫২ বার পড়া হয়েছে

ইতালির লিস শহরে নিজ বাড়িতেই অজ্ঞাত এক ব্যক্তির ছুরিকাঘাতে খুন হয়েছেন ইতালিয়ান ঘরোয়া লিগ সিরি সি এবং ডি এর রেফারি ড্যানিয়েল ডি সান্টিস ও তার প্রেমিকা। প্রেমিকাসহ সান্টিসের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

প্রতিবেশীরা জানায়, একটি লোককে ছুরি হাতে সান্টিসের বাসা থেকে বের হতে দেখেছেন।

স্থানীয় পুলিশ প্রশাসন সান্টিসের বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং খুনীকে শনাক্তের চেষ্টা করছে।

কোপা ইতালিয়ায় মনোপলি-মদেনার মধ্যকার ম্যাচটি পরিচালনা করার দায়িত্ব ছিল সান্টিসের। সিরি সি এবং সিরি ডি’তে ১৩০টিরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন সান্টিস।

প্রেমিকাসহ ইতালিয়ান রেফারি নিজ বাড়িতে খুন

আপডেট সময় : ০৫:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

ইতালির লিস শহরে নিজ বাড়িতেই অজ্ঞাত এক ব্যক্তির ছুরিকাঘাতে খুন হয়েছেন ইতালিয়ান ঘরোয়া লিগ সিরি সি এবং ডি এর রেফারি ড্যানিয়েল ডি সান্টিস ও তার প্রেমিকা। প্রেমিকাসহ সান্টিসের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

প্রতিবেশীরা জানায়, একটি লোককে ছুরি হাতে সান্টিসের বাসা থেকে বের হতে দেখেছেন।

স্থানীয় পুলিশ প্রশাসন সান্টিসের বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং খুনীকে শনাক্তের চেষ্টা করছে।

কোপা ইতালিয়ায় মনোপলি-মদেনার মধ্যকার ম্যাচটি পরিচালনা করার দায়িত্ব ছিল সান্টিসের। সিরি সি এবং সিরি ডি’তে ১৩০টিরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন সান্টিস।