DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই মে ২০২৫
ঢাকাসোমবার ৫ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় আটক-২

Astha Desk
অক্টোবর ২৯, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় আটক-২

হাবিবুর রহমানঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি)র মহাসমাবেশ চলাকালীন গতকাল শনিবার সংঘর্ষে রাজধানীর ফকিরাপুলে পুলিশ সদস্য আমিরুল পারভেজ নিহতের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতরা হলো, গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা ও মোঃ সুলতান। মোঃ সুলতানকে ডেমরা থেকে আটক করা হয়। তাঁর পরিচয় জানায়নি পুলিশ।

আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডিএমপি কমিশনার বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা কিছু করার সব করা হবে। আইজিপি স্যারের নির্দেশে ইতিমধ্যে দুজন আসামি যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তাঁদের আটক করতে সক্ষম হয়েছি।

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালীন দায়িত্ব পালন করছিলেন নিহত আমিরুল। এ সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আমিরুলকে একা পেয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১