DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইউপি মেম্বারের মাদক সেবনের ভিডিও ভাইরাল

News Editor
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৪:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলার সালথায় মঞ্জুরুল ইসলাম নামে এক ইউপি মেম্বারের মাদক সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে মাদক সেবনের ভিডিও প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে।

রাতে ওই ইউপি সদস্যের নিজ গ্রাম বাহিরদিয়ার সাইফুল ইসলাম নামে এক যুবক তার ফেসবুক আইডিতে ইয়াবা সেবনের একটি ভিডিওটি আপলোড দেন।

এ সময় তিনি তার স্ট্যাটাসে লেখেন-

ফরিদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। ফরিদপুরের সালথা উপজেলার ১ নম্বর রামকান্তুপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম ওরফে (ইয়াবা সম্রাট মঞ্জু) নিজের ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ অর্থ উপার্জনের লক্ষ্যে গাঁজা ও সর্বনাশা ইয়াবার ব্যবসা করে এলাকার যুব সমাজকে দিন দিন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

তাই ডিসি মহোদয়কে সবিনয় অনুরোধ করছি আপনি অতি দ্রুত ইয়াবা সম্রাট মঞ্জু মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।

ফরিদপুর আ.লীগে শুদ্ধি অভিযান অব্যাহত রাখার দাবী

এ বিষয়ে ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মুঠোফোনে বলেন, যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল করা হয়েছে, সেই ভিডিওটি আমার নয়। আমার গ্রামের প্রতিপক্ষের এক যুবক এই ভিডিওটি শেয়ার করে অপপ্রচার চালাচ্ছে।

রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আমরাফ আলী লিঠু বলেন, আমার ইউপির এক ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। 

সালথার ইউএনও মোহাম্মাদ হাসিব সরকার বলেন, আমার ম্যাসেঞ্জারে কয়েক ব্যক্তি ওই ভিডিওটি পাঠিয়েছে।তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২