ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়ির জিয়ানগরে ভোট ফর ওয়াদুদ ভূইয়া-ভোট ফর ধানের শীষ ক্যাম্পেইন অনুষ্টিত Logo সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন, পরীক্ষাও স্থগিত Logo ১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা Logo জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ Logo শান্তি সম্মেলনে গাজা পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত Logo আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার Logo বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মিয়ার শেষ বিদায়ে হাজার মানুষের ঢল Logo ঝালকাঠিতে এ্যাড. শাহাদাৎ হোসেনের গণসংযোগ Logo ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সচেতনতামূলক মহড়া Logo রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ফরিদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলা-গাড়ি ভাংচুর

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ১০২৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলা-গাড়ি ভাংচুর

 

ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও তার ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করার জায়গা-জমি সংক্রান্ত ঘটনায় স্থানীয়রা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ সংক্রান্ত জায়গা-জমি বিষয় নিয়ে কতিপয় স্থানীয় ব্যক্তি বিশেষ মহল বেশ বিরোধিতা করে আসছিল। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদান করেন। এ সময় স্থানীয় কতিপয় ব্যক্তি সেখানে গিয়ে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেওয়ার এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন এবং একই ঘটনায় তার সরকারি গাড়িটিও ভাঙচুর করে হামলাকারীরা।

 

এ বিষয়ে উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন বলেন, আমি একটি সালিশ বৈঠকে থাকা অবস্থায় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখি ততক্ষণে স্থানীয়রা হামলা চালিয়ে জখম করায় নির্বাহী কর্মকর্তার নাক দিয়ে রক্ত ঝরছে ও তার গাড়িটি ভাঙচুর করা হয়েছে। হামলাকারীদের নাম পরিচয় তিনি জানতে পারিনি বলে জানান।

 

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী বলেন, আশ্রয়ণ প্রকল্পের কাজের আজ উদ্বোধন ছিল। স্থানীয়রা আমার ওপর হামলা চালায়।

 

প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে যারা উপস্থিত ছিলেন তারা হয়ত তাদের চিনবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের সাথে দেখা করে তিনি বিষয়টি জানিয়েছেন বলে জানান।

 

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর নেওয়া হয়েছে।

 

মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়েছে। আশ্রয়ণের জমি-ঘর নিয়ে স্থানীয়রা তার ওপর হামলা চালায় বলে জানান।

 

এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলার বিধিগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

ফরিদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলা-গাড়ি ভাংচুর

আপডেট সময় : ০৮:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

ফরিদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলা-গাড়ি ভাংচুর

 

ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও তার ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করার জায়গা-জমি সংক্রান্ত ঘটনায় স্থানীয়রা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ সংক্রান্ত জায়গা-জমি বিষয় নিয়ে কতিপয় স্থানীয় ব্যক্তি বিশেষ মহল বেশ বিরোধিতা করে আসছিল। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদান করেন। এ সময় স্থানীয় কতিপয় ব্যক্তি সেখানে গিয়ে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেওয়ার এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন এবং একই ঘটনায় তার সরকারি গাড়িটিও ভাঙচুর করে হামলাকারীরা।

 

এ বিষয়ে উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন বলেন, আমি একটি সালিশ বৈঠকে থাকা অবস্থায় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখি ততক্ষণে স্থানীয়রা হামলা চালিয়ে জখম করায় নির্বাহী কর্মকর্তার নাক দিয়ে রক্ত ঝরছে ও তার গাড়িটি ভাঙচুর করা হয়েছে। হামলাকারীদের নাম পরিচয় তিনি জানতে পারিনি বলে জানান।

 

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী বলেন, আশ্রয়ণ প্রকল্পের কাজের আজ উদ্বোধন ছিল। স্থানীয়রা আমার ওপর হামলা চালায়।

 

প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে যারা উপস্থিত ছিলেন তারা হয়ত তাদের চিনবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের সাথে দেখা করে তিনি বিষয়টি জানিয়েছেন বলে জানান।

 

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর নেওয়া হয়েছে।

 

মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়েছে। আশ্রয়ণের জমি-ঘর নিয়ে স্থানীয়রা তার ওপর হামলা চালায় বলে জানান।

 

এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলার বিধিগত কার্যক্রম প্রক্রিয়াধীন।