DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

Astha Desk
আগস্ট ৪, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে মিজান শেখ (২৫) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি একদিন আগে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন এবং বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ডান পাশের চোখ উপড়িয়ে ফেলা অবস্থায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ওই নির্মাণ শ্রমিক উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় নির্মাণশ্রমিক পেশায় নিয়োজিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখর ছেলে মিজান শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে ঘরে না ফেরায় পরিবার ও স্বজনেরা বিভিন্ন জায়গায় তার সন্ধান করেন। কিন্ত কোথাও তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন চরম উদবিঘ্ন হয়ে উঠেন। নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রুপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছনে নিমাই কুলুর বাগানে মিজানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ির ইনচার্জ আজাদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানের মরদেহ উদ্ধার করে।

রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ব্যক্তিগত জীবনে মিজান শেখের দুই বিয়ের সংসার হলেও সন্তান ছিল না বলে দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদের ঘটনাও ঘটে। লোকমুখে জানতে পারি বুধবার থেকে মিজানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাতে নিমাই কুলুর বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এসময় ডান চোখটি উপড়ানো অবস্থায় ছিল বলে জানা গেছে।

বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কবির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসার পরে সুরাথাল করতে গিয়ে দেখা যায়, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার ডান চোখ উপড়ানো ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।

আরো পড়ুন :  বিএনপির কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশ নিহত মিজানের বাড়িতে গিয়ে স্বজনদের কাছ থেকে জানতে পারে বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ওই নির্মাণ শ্রমিক। কিন্ত নিখোঁজের বিষয়টি লিখিত বা মৌখিকভাবে তাদের পরিবারের কেউ থানায় কিছু জানায়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০