ফরিদপুরে বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
ফরিদপুর প্রতিনিধিঃ
বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ফরিদপুর জেলায় ও বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন মঙ্গলবার সকাল ৯ টায় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের সেমিনার হোল রুমে আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল ইসলাম পিপিএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, যুগ্ন-সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।
বঙ্গমাতার পরিবার নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এদিকে জেলার ভাঙ্গা, সদরপুর, নগরকান্দা, মধুখালী, আলফাডাঙ্গাসহ সকল উপজেলাগুলতে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন।