শিরোনাম:
ফরিদপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১০৩৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে মোঃ ওয়াজ কুরুনী (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭আগষ্ট) দুপুরে আলফাডাঙ্গা থানার ওসি আবু তাহের কলেজে ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গতকাল বুধবার দুপুরে ওয়াজ কুরুনী বাড়ির পাশের বিলে পাট কাটছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।