DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ৫৩ কেজি গাঁজাসহ আটক-দুই

Online Incharge
মে ২৬, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ৫৩ কেজি গাঁজাসহ আটক-দুই

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে একটি প্রাইভেটকার তল্লাশী করে ৫৩ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক বহনকারী একটি প্রাইভেটকার ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলার ভাঙ্গা পৌর বাজার থেকে দুজনকে আটক করা হয়।

 

 

আটককৃত মাদক কারবারিরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুর এলাকার বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়া এলাকার আলমগীর হোসেন সুফল (৩৪)। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য ১৩ লাখ টাকা। আজ শুক্রবার (২৬মে) তাদেরকে আদালতে পাঠানো হয়।

 

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার সাংবাদিকদের বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌর বাজারে অভিযান পরিচালনাকালে দুজনকে আটক করে র‍্যাব। পরে তাদের প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ায় গাঁজার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৫
  • ৬:৪৬
  • ৮:১১
  • ৫:১০