ফুলছড়ি আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ওমর ফারুক রনি/গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মোঃ আবু সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, (সাঘাটা ফুলছড়ি) ৫ সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন,
সভায় ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, ফুলছড়ি থানার ওসি রাজিফুর জামানসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপন বলেন, কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে বলা হয়।
আর এক ইউনিয়নের সঙ্গে আরেক ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন। এখানে ইউনিয়নগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা নাজুক হয়ে আছে। বিশেষ করে, চরাঞ্চলে পাকা রাস্তা হয়নি। কাঁচা রাস্তা থাকলেও যানবাহন নিয়ে চলাচল করা যায় না। ঘোড়ার গাড়ি ব্যবহার করতে হয়। উন্নত যোগাযোগব্যবস্থা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই সব রাস্তা পাকা করা হবে। দুই উপজেলাকে দেশের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।