ফুলছড়িতে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ
ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা ফুলছড়ি উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসকল কৃষি সামগ্রী বিকরণ করা হয়।
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি অধিদপ্তরের উদ্যেগে উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের এমপি মাহমুদ হাসান রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি থানার ওসি রজব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল আমিন প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর সরকার এর মাধ্যমে দেশের রাস্তা, ব্রীজ, স্কুল নির্মিত করে দেশের উন্নয়ন ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছে ২০৪১ সাল হবে স্মার্ট বাংলাদেশ। আর ২০৩০ সাল হবে উন্নত বাংলাদেশ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। তবেই দেশের উন্নয়ন হবে।
এর আগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ
কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলা নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক প্রদান করেন।