DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ফুলছড়িতে বিদ্যালয়ে স্কুল ভ্যানগাড়ি বিতরণ

Online Incharge
অক্টোবর ৪, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফুলছড়িতে বিদ্যালয়ে স্কুল ভ্যানগাড়ি বিতরণ

 

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আরিফ আফজালুর রাব্বী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটি স্কুলে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ সকল ভ্যানগাড়ি বিতরণ করা হয়।

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী সাবেক ডেপুটি স্পীকারের কন্যা প্রতিষ্ঠানটির দাতা সদস্য, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীর সৌজন্যে বিশেষ এই স্কুলে চাবি তুলে দেয়া হয় আফজালুর রাব্বী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের হাতে।

এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মহামুদ হাসান সুজা, বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফুলছড়ি উপজেলা শাখা, উদাখালী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল বাকী সরকার বাঁকা, উদাখালী ইউপি আওয়ামী লীগ সহ সভাপতি শফিকুল ইসলাম রাজা প্রমুখ।

এ সময় ফারজানা রাব্বী বুবলী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪